আজ প্রায় দশ বছর হতে চলল …..

আজ প্রায় দশ বছর হতে চলল আমি শিশু রং মহলের জগতে প্রবেশ করেছি।  রঙে রোষে ভরা শিশু রংমহল আমাকে আরো অনেকের সাথে নিজের কাছে টেনে নিয়েছে।  ডান্স  ও ড্রামা সেকশন ছেড়ে দিয়েও আমি শিশু রং মহল ছাড়তে পারিনি।  আমি তারপর আর্ট সেক্শনে ভর্তি হয়েছিলাম।  রং তুলি আর ছোনি আঁকার খাতা নিয়ে যখন ক্লাসে ঢুকতাম তখন মনে হতো আমি যেন এক নতুন রাজ্যে প্রবেশ করেছি।

সপ্তাহে দুদিন আমাদের ক্লাস হতো , আর বাকি দিনগুলো কাটতো ছটফট করে।  সেখানে কোনো বাঁধা ধরা নিয়মের মধ্যে চলতে হয়নি।  প্যাস্টেল, জলরং, তেলরং প্রভৃতি নানা রকম মিডিয়ামে আমরা নিজেদের খেয়াল খুশি মতো ছবি সৃষ্টি করতাম।  নিজেদের ভাব দিয়ে আনন্দ দিয়ে এঁকে যেতাম।  এখন আমি আর আঁকা শিখি না।  কিন্তু শিশু রং মহলকে এখনো ছাড়িনি।  এখন জুনিয়র মেম্বারের লিস্টে আমার নাম আছে।  এতদিন শিশু রং মহলের  ছোট বড়  আমরা সবাই হাত পা ছড়িয়ে থাকার মত একটা নিজস্ব বাড়ির স্বপ্ন দেখেছি।  এতদিন বাদে আমাদের সেই স্বপ্নপুরী “অবন  মহল ” বাস্তবে রূপ নিয়েছে।  আজ এই শুভ দিনে আমাদের তীর্থ স্থানকে জানাই আমার প্রণাম।

চন্দনা মজুমদার – ডিসেম্বর , ১৯৬৫