সমরদা  বলতেন  “নাচ কখনো শুধুই মেয়েদের pastime নয়।”

Sumanta Chatterjeeস্কাউটিং  ও কাবিংএর ফাঁকে আমি শিশু রং মহলে ঢুকে ছিলাম।  তখন ছেলেরা খুব কমই   আসতো।  আমরাই সম্ভবত প্রথম ছেলেদের দল।  সমরদা  বলতেন  “নাচ কখনো শুধুই মেয়েদের pastime নয়। ” পৃথিবীর যত যোদ্ধাজাত সকলেই ভালো নাচতে পারে।  যেমন আমাদের গাড়োয়ালি , পাঞ্জাবি  ও নেপালি ভাইয়েরা।  বাইরে উজবেকী , কাজাকিরা ভালো নাচিয়ে।  আমাদের সংকোচ ছিল।  কিন্তু ফেস্টিভ্যালে সর্বত্রই  আমাদের লোকে  উৎসাহিত করতো।

তারপর আমরা শিখলাম পুতুল নাচ।  শুধু মাত্র নিজেদের চেষ্টায় পুতুল নাচ শিখে আমরা সারা ভারতবর্ষ ঘুরেছি।  প্রচুর আনন্দ পেয়েছি ও দিয়েছি।  আমাদের বন্ধুরা প্রায় সকলেই বাইরে।  কেউ ইঞ্জিনিয়ার কেউ বা আর্মি অফিসার।  কিন্তু সি এল টিকে কেউই ভুলবে  না।

সুমন্ত  চ্যাটার্জি  – ডিসেম্বর, ১৯৬৫