“আমার ছিল উড়ো জাহাজ…

Kanishka Sen

“আমার ছিল উড়ো জাহাজ দামদমাতে গিয়েছিলাম ভোরে।” মিত্র স্কুলে ‘কাব’ মাত্র। নিজাম প্যালেসে প্রথম আমার CLT তে হাতে খড়ি। সেটা ১৯৫১ সাল। পনেরো বছর হয়ে গেল। শিশু রং মহলের সঙ্গে আমার যোগাযোগ ছিন্ন হয়নি। সেই ছড়ার সাথে নাচের দিনগুলো অতি সুন্দর ছিল। এখন ছড়া ও ছন্দের পালা শেষ করে অনেক দূর এগিয়ে এসেছি। সি এল টির সাথে ঘুরেছি। আজ আমার কাজের ক্ষেত্র এখানে। সবার কাছে আশীর্বাদ চাই আমার এ বন্ধন যেন কখনো ছিন্ন না হয়।

কনিষ্ক সেন – ডিসেম্বর ১৯৬৫